বগুড়া র্যাব-১২ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন বাবু হত্যার প্রধান আসামী শীর্ষ সন্ত্রাসী মোঃ সাগর (২৮), পিতা-মোঃ গোলাম মোস্তফা, সাং- সাবরুল হাটখোলাপাড়া, থানা-শাজাহানপুর, জেলা-বগুড়া, বগুড়া জেলার সদর থানাধীন চারমাথা এলাকায় অবস্থান করিতেছে। এই সংবাদের ভিত্তিতে বগুড়া র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ২০ ডিসেম্বর ২০২১ ইং তারিখ দুপুর ১৫.৩০ ঘটিকায় বগুড়া জেলার সদর থানাধীন চারমাথা এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন বাবু হত্যাকান্ডে আটককৃত সাগর লীডার হিসেবে হত্যাকান্ডে অংশগ্রহণ করেছিল। গ্রেফতারকৃত আসামী বাবু হত্যার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেছিল এবং মাঝে মাঝে আইন শৃংখলা বাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে বগুড়ার বিভিন্ন এলাকায় ফেন্সিডিল, ইয়াবা ,হেরোইন, গাঁজাসহ বিভিন্ন মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন সময়ে খুনের ০৩ টি, অস্ত্রের ০১ টি, মারামারি ০৩ টি, দ্রুত বিচার আইনের ০১ টি এবং মাদকের ০৩ টিসহ সর্বমোট ১১ টি মামলা রয়েছে। ০৩ টি মামলায় গ্রেফতারী পরোয়ানা জারী হয়েছে। উক্ত আসামী উঠতি বয়সী যুবকদের নিকট বিভিন্ন ধরনের মাদক বিক্রয় করা ও বিভিন্ন ধরণের অপরাধমূলক কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখেছে। বর্তমানে সে সন্ত্রাসী গ্রুপ পরিচালনাসহ এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ডে নেতৃত্ব দিয়ে আসছিল। তার বিরুদ্ধে এলাকার জনসাধারণের অনেক অভিযোগ রয়েছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে র্যাব-১২ কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোঃ সোহরাব হোসেন জানান র্যাবের এ ধরনের পলাতক আসামী গ্রেফতার অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।