রামগঞ্জ থানাধীন পুলিশের বিশেষ অভিযানে ১ বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী আজাদ হোসেনকে গ্রেফতার করে লক্ষ্মীপুর আদালতে প্রেরণ করেছে।
এ প্রসঙ্গে এএসআই মোঃ সোহাগ উদ্দিন জানান, অদ্য ৩১/১২/২০২১ইং তারিখ লক্ষ্মীপুর জেলার মাননীয় পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান, পিপিএম-সেবা মহোদয়ের বিশেষ দিক-নির্দেশনায় ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ এমদাদুল হক মহোদয়ের সার্বিক তত্বাবধানে এবং অত্র থানাধীন মোহাম্মদীয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ আলমগীর হোসেন স্যারের নেতৃত্বে তিনি সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করিয়া সিআর – ২৪১/১৯ মামলার আসামী রামগঞ্জ উপজেলার ৬নং লামচর ইউনিয়নভুক্ত দক্ষিণ দাসপাড়া গ্রামের আবদুর রবের ছেলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আজাদ হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হন।
এছাড়াও উক্ত আসামীকে লক্ষ্মীপুর জেলার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।