সঠিক রোগ নির্নয়ের উপর নির্ভর করে একজন রোগীর আরোগ্য হওয়ার সম্ভাবনা। মেডিকেল টেকনোলজিস্টদের রিপোর্টের উপর ভিত্তি করে চিকিৎসক রোগীর নির্ভুল ব্যবস্থাপত্র প্রদান করেন বলে মেডিকেল সেক্টরে তাদের ভূমিকা অনস্বীকার্য।
একজন মেডিকেল টেকনোলজিস্ট রোগীর দেহের টিস্যু, রক্ত ও তরল পরীক্ষার মাধ্যমে রোগের ধরন ও কারণ বের করতে সাহায্য করেন।
ক্রমবর্ধমান জনসংখ্যার স্বাস্থ্যসেবা পূরণের লক্ষ্যে দেশের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টেকনোলজিস্টরা কাজ করে যাচ্ছে।
হবিগঞ্জের আধুনিক সদর হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবঃ) মোঃ সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর ২০২১ খ্রিঃ) সকালে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন,কুমিল্লা মেডিকেল টেকনোলজিস্ট এসোসিয়েশন, জেলা শাখার সভাপতি কাজী আব্দুল আউয়াল, সহ-সভাপতি প্রদীপ চন্দ্র দাস, সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন,সহ-সাধারন সম্পাদক সুব্রত দাস গুপ্ত,মোঃ হানিফ,সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, প্রচার সম্পাদক মাহবুব আলম,সদস্য মীর আহমেদ,সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট মোঃ আব্দুল খালেক, মোঃ শরিফুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আরিফুর রহমান,পিয়াস,অভি ও কুমিল্লা সিটি কর্পোরেশন করোনা যুদ্বাসহ কুমিল্লায় কর্মরত মেডিকেল টেকনোলজিস্টরা
(ল্যাবঃ) যোগ দেন।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন, “নিরীহ একজন স্বাস্থ্যকর্মীকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় পিটিয়ে মেরে ফেলা হল। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানাই।
গতমঙ্গলবার (২৮ ডিসেম্বর) হবিগঞ্জ শহরে টাউন হল এলাকায় কয়েকজন লোক সাইফুলকে কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ কিছু বলতে পারেনি।
উপস্হিত টেকনোলজিস্টরা আরো বলেন, “সাইফুল ইসলাম করোনাভাইরাসের সময় হাজার হাজার মানুষকে সেবা দিয়েছেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে নমুনা সংগ্রহ করেছেন। এই ছেলেটাকে নির্মভাবে খুন করা হয়েছে। এতে শুধু আমরা স্বাস্থ্যকর্মীরা নই, পুরো দেশের মানুষ মর্মাহত।“স্বাস্থ্য বিভাগ যে কর্মসূচি ঘোষণাই দিক আমরা তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি।”প্রতিবাদ সভা শেষে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন তারা। পরে তারা শহরে বিক্ষোভ মিছিল করেন।