৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ| ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ| ১১ই জিলকদ, ১৪৪৫ হিজরি| রাত ১১:৩৪| গ্রীষ্মকাল|
Title :
বিশ্বনবী (সাঃ)কে কটুক্তি করায় উত্তাল উজিরপুর। গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন বালিয়াডাঙ্গীতে সাংবাদিক হাসান আলীর মাতা দেলোয়ারা বেগমের দাফন সম্পন্ন প্রাণ কোম্পানির ডিলারের সাথে সেলসম্যানের হাতাহাতিতে সেলসম্যান আহত ষষ্ঠ বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করলেন বাবর আলী রামগড় ৪৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ বাংলাদেশ প্রেসক্লাব গাইবান্ধা সদর উপজেলা শাখার ১৮ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, নাগরপুর উপজেলা শাখার নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ জমি সংক্রান্ত জেরে চাচার হাতে ভাতিজি খুন উজিরপুরে মসজিদের কমিটি ও ইমাম দ্বন্দ্বে ,ফ্যান, মাইক ও আইপিএস খুলে নিলো প্রতিপক্ষরা নানা আয়োজনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

কেপিসি নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন সাংবাদিক রাকিব হোসেন মিলন

নিজস্ব প্রতিনিধি ঢাকা।
  • Update Time : সোমবার, নভেম্বর ৬, ২০২৩,
  • 161 Time View

নিজস্ব প্রতিনিধি
ঢাকা।

সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ। তারা শিক্ষিত , সচেতন, বিবেকবান এবং সৎ সাহসী মানুষের প্রতীক। এক কথায় অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর। মহান এই পেশাকে কিছু অপেশাদার, অশিক্ষিত, ও স্বার্থপর লোক দেশের বিভিন্ন অঞ্চলে খুব নগ্নভাবে কলুষিত করছে। দেশের এই কঠিন বাস্তবতায় অপেশাদার সাংবাদিকদের মুখোশ উন্মোচন সহ রাজধানীর কদমতলী থানা এলাকায় বসবাসরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত হয় কদমতলী প্রেসক্লাব ঢাকা। ২০১২ সালে ১০ ফেব্রুয়ারিতে কদমতলী প্রেসক্লাব আত্মপ্রকাশ করে যা পরবর্তীতে একঝাঁক সাংবাদিকদের সমন্বয়ে একটি শক্তিশালী একতাবদ্ধ সাংবাদিক সংগঠনে পরিণত হয়।এরই ধারাবাহিকতায় গতকাল শনিবার রাজধানীর মেরাজনগর গিয়াস সুপার মার্কেটের ২য় তলায় সারাদিন ব্যাপী উৎসব মূখর পরিবেশে কদমতলী প্রেসক্লাবের ক্লাবের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা -৫ আসনের সংসদ সদস্য কাজী মনিরুল ইসলাম মনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি ওয়ারী জোনের উপকমিশনার জিয়াউল আহসান তালুকদার,কদমতলী থানার ওসি প্রলয় কুমার সাহা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সকল সদস্যদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে (২০২৩-২০২৫) মেয়াদের ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।এতে সভাপতি হিসেবে নির্বাচিত হোন এস এইচ শিবলী, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হোন জাকির এইচ তালুকদার।উক্ত প্রোগ্রামে বিপুল সংখ্যক সাংবাদিকদের প্রত্যক্ষ ভোটে
সম্মানিত কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হন সাংবাদিক রাকিব হোসেন মিলন।জানা যায় সাংবাদিক রাকিব হোসেন মিলন উপকূলীয় অঞ্চল লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন।ছাত্রজীবন থেকেই তিনি সাংবাদিকতা ও লেখালেখির সাথে ঘনিষ্ঠ ভাবে জড়িত।ছাত্র জীবন থেকেই তিনি সাংবাদিক সংগঠন ও বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠনে সফল নেতৃত্ব দিয়ে এসেছেন। ইংরেজি সাহিত্য অনার্স ও মাষ্টার্স সম্পন্ন করে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে তিনি সাংবাদিকতার উপর স্নাতকোত্তর ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেন। কদমতলী থানা প্রেস ক্লাব, ঢাকা এর কার্যনির্বাহী সদস্য পদে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা ও সহকর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।সহকর্মীদের কাছ থেকে সার্বিক সহযোগিতা কামনা করেন।সাংবাদিক রাকিব হোসেন মিলন সকলের কাছে দোয়া প্রত্যাশী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category