কাজী মোস্তফা রুমি: সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল ৪ঠা মে’২৪ রোজ শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি নাগরপুর উপজেলা শাখার বহুল আকাঙ্ক্ষিত নির্বাচন। উক্ত নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
এর মধ্যে হোসেন-ওয়াহিদ- কানিজ- ইকবাল প্যানেলটি জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে এবং জয়ের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। কেননা এই প্যানেলটিতে যারা প্রার্থী হয়েছেন তারা অত্যন্ত চৌকস, স্মার্ট এবং দক্ষ।
উক্ত প্যানেলে সভাপতি পদে মোঃ হোসেন মিয়া ৩নং ব্যালটে, নির্বাহী সভাপতি পদে মো: ওয়াহিদুর রহমান খান ৪নং ব্যালটে, সাধারণ সম্পাদক পদে কানিজ ফাতেমা (রলে) ২১নং ব্যালটে এবং ইকবাল হোসেন নির্বাহী সম্পাদক পদে ২৩ নং ব্যালটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।এছাড়া ৩০টি পদে অন্যান্য প্রার্থীরাও উক্ত প্যানেলের সাথে সম্পৃক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ।
উক্ত প্যানেলের প্রত্যেকটি প্রার্থীই অতি সহজে উপজেলার সকল প্রাথমিক শিক্ষক শিক্ষিকাকে আপন করে নিয়েছেন। তাই সকল শিক্ষক শিক্ষিকা তাদের ভোট প্রয়োগের মাধ্যমে উক্ত প্যানেলটিকে জয়ের বিষয়টি সুনিশ্চিত করবেন।
এ বিষয়ে উক্ত প্যানেলের সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারী গয়াহাটা নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা কানিজ ফাতেমা (রলে) এর সাথে গণমাধ্যমের কথা হয়।
তিনি গণমাধ্যমকে জানান- আমি একটি মুসলিম সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তাই মহান রাব্বুল আলামিনের প্রতি আমি শতভাগ বিশ্বাসী। একমাএ তিনি যদি ভাগ্যে লিখে রাখেন তাহলে আমাদের জয় সুনিশ্চিত।
আমরা অত্যন্ত দক্ষতার সাথে যোগ্য এবং দক্ষ ব্যক্তিকে আমাদের প্যানেলে সংযুক্ত করেছি। পাশাপাশি প্রত্যেকটি ভোটারের সাথে আমরা আগামী দিনে প্রাথমিক শিক্ষকদের অধিকার রক্ষার্থে করণীয় সম্পর্কে অবগত করেছি।
সবচেয়ে বড় বিষয় হচ্ছে নাগরপুরে এই প্রাথমিক ক্ষেত্রে ৬০০ নারী শিক্ষিকা কর্মরত রয়েছেন, যারা অনেক কিছু প্রকাশ করতে পারেন না। তাদের অব্যক্ত কথাগুলো প্রকাশ করার মতো একটি সুযোগ পেয়েছেন আমার মাধ্যমে। তাই তারা অবশ্যই এই সুযোগটি কাজে লাগাবে বলে আশা করি।
আমাদের এই নির্বাচনটি শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদী। কেননা শিক্ষকরাই হচ্ছে জাতির বিবেক। শিক্ষকদের এই নির্বাচন শতভাগ সুষ্ঠু নির্বাচন হবে যা ইতিমধ্যেই নাগরপুরের প্রশাসন ও যথাযথ কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিয়েছেন। তাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটারদের প্রাপ্য ভোটে আমাদের প্যানেলেটি বিপুল ভোটে বিজয়ী হবে, ইনশাআল্লাহ্।
আর আমাদের এই প্যানেলটি যদি বিজয়ী হতে পারে তাহলে আমরা সকল প্রকার দ্বিধাদ্বন্দ ভুলে ঐক্যবদ্ধভাবে সকলকে সাথে নিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করব, ইনশাআল্লাহ্।