মোঃ সবুজ খান মির্জাপুর টাঙ্গাইল
গত আগামী ০২/০৩/২০২৪ রোজ শনিবার ২ মার্চ সকাল ১১ ঘটিকায় বাংলাদেশের সর্ববৃহৎ টেপটেনিস ক্রিকেট টুর্নামেন্ট শহিদ শেখ ফজলুল হক মনি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুল ইসলাম কবির বলেছেন আমি এবারো মসদই মাঠকে রাজকীয় রাজা মত সাজানো চেষ্টা করেছি এবং সুন্দর একটি সন্ধা আলোকিত মসদই, আলোকসজ্জা, উপহার দিব বলে কথা দিয়েছিলাম আপনাদের কতটুকু দিতে পেরেছি জানি না তবে যতটুকু আনন্দ বিনোদন দিতে পেরেছি এবং আপনাদের সার্বিক সহযোগিতায় সুন্দর এ-ই আয়োজন শেষ হওয়ায় সকলের কাছে কৃতজ্ঞতা জানাই । মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক,বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা শহীদ শেখ ফজলুল হক মনি কে স্মরণ করা জনাব মনিরুল ইসলাম কবিরের উদ্যোক্তায় টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলাকে আলোকিত করেছে মসদইবাসী তাদেরই ঐকান্তিক প্রচেষ্টা,ক্রিকেট লাভার ব্যক্তিত্ব,বাংলাদেশ আওয়ামী যুবলীগের সন্মানিত সদস্য,যুবসমাজের আইকন ,মনিরুল ইসলাম কবিরের উদ্যোক্তায় শহীদ শেখ ফজলুল হক মনি ক্রিকেট টুর্নামেন্টের আকর্ষণীয় নকআউট পর্বে কোয়ালিফাই ম্যাচ দিয়ে শুরু হয়েছিল। ফাইনালের আকর্ষণ বাড়াতে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টিভি ২য় বারের মতো সরাসরি সম্প্রচার করা হয় ফাইনাল খেলাটি। হাজার হাজার ক্রীড়াপ্রেমিরদের আগমনে মির্জাপুরের মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড(মসদই সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ) মুখোরিত উৎসব হয়ে উঠেছিল সেই দিন । যে মাঠে খেলাটা অনুষ্ঠিত হয় সেটাকে সাজানো হয়েছিল আন্তর্জাতিক মানের এবং উপস্থিত ছিলেন আন্তর্জাতিক আম্পায়ার। টুর্নামেন্টটাকে ডিজিটাল প্লাটফর্মে উপস্থাপনের ক্ষেত্রে জাতীয় ধারাভাষ্যকার উপস্থিত ছিলেন । সকলের সহযোগিতায় দিনশেষে সফলতা মসদইবাসীর,সফলতা টুর্নামেন্টের সফল উদ্যোক্তা ক্রিকেট লাভার ব্যক্তিত্ব মনিরুল ইসলাম কবিরের। সকলের মনের সদিচ্ছা থাকলে তবেই ছোট্ট পরিসরে এমন বৃহৎ আয়োজন করা সম্ভব।এটাই তার বাস্তব প্রমাণ দেখতে পেল এলাকাবাসী । তাকলাগানো আয়োজন মসদইবাসীর।একেবারেই পরিপাটি আয়োজন।