নিউজ ডেস্ক: টাঙ্গাইলের নাগরপুরে মানবিক ও ধর্মীয় মূল্যবোধ থেকে পরিচালিত এক মহতী উদ্যোগে, নাগরপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (NSF) এবং “আলোকিত নাগরপুর” এর সদস্যদের সার্বিক সহযোগিতায় দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসায় ফ্যান, পবিত্র কোরআন শরীফ ও দেওয়াল ঘড়ি প্রদান করা হয়েছে।
মামুদনগর পূর্ব পাড়া মেইন রোড সংলগ্ন এই মহিলা মাদ্রাসায় দীর্ঘদিন ধরে মৌলিক কিছু সুযোগ-সুবিধার অভাব ছিল। শিক্ষার্থীদের শীতল ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশে কোরআন শিক্ষা গ্রহণে সহায়তা করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দারুল উলুম ইসলামিয়া মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোঃ এনামুল হক, নাগরপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন (NSF) এর ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুল মান্নান, সম্মানিত উপদেষ্টা মোঃ আরিফুল ইসলাম, প্রতিষ্ঠাতা মোঃ সাজিদুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ ফিরোজ মাহমুদ (সুমন), কার্যকরী সদস্য মোঃ ইমরান হোসেন ও মোঃ সিয়াম নিয়া।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “ইসলামী শিক্ষার প্রসার ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। মাদ্রাসার ছাত্রীদের একটু স্বস্তির জন্য এই ক্ষুদ্র প্রয়াস।”
মাদ্রাসা কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা এ সহায়তায় সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও ফাউন্ডেশনটির এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।