মো: সৌরভ হোসেন রাজশাহী বিভাগীয় প্রধান
জনকল্যাণে কে এম মাহবুবার রহমান হারেজের দাবির বাস্তবায়ন
শেরপুর ও ধুনট উপজেলার সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে চলেছেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান কে এম মাহবুবার রহমান হারেজ। তাঁর উত্থাপিত ১১ দফা দাবির মধ্যে একটি বাস্তবায়িত হলো শেরপুর পৌর কিচেন মার্কেট নির্মাণের মাধ্যমে।
বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কিচেন মার্কেট উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার মেয়র, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী সমাজের প্রতিনিধি এবং বিপুল সংখ্যক এলাকাবাসী।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, “সরকার ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টায় জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে। নতুন এ কিচেন মার্কেট স্থানীয় অর্থনীতিকে গতিশীল করবে এবং ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য স্বাস্থ্যসম্মত ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করবে।”
কে এম মাহবুবার রহমান হারেজ বলেন, “শেরপুর ও ধুনটের মানুষের স্বপ্ন ও প্রত্যাশাকে সামনে রেখে আমি ১১ দফা দাবি নিয়ে কাজ করছি। আজকের এ কিচেন মার্কেট সেই দাবির একটি বড় অর্জন। ইনশাআল্লাহ, ধাপে ধাপে সব দাবিই পূরণ করা হবে।”
স্থানীয় ব্যবসায়ীরা জানান, আগে শেরপুর শহরে কাঁচাবাজার ছিল অগোছালো ও অনিরাপদ। নতুন কিচেন মার্কেট চালু হওয়ায় ব্যবসা সহজ হবে এবং ক্রেতারাও আরামদায়ক পরিবেশে বাজার করতে পারবেন।
এলাকাবাসী মনে করছে, এ উদ্যোগ শুধু ব্যবসায়িক সুবিধাই নয়, বরং স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আনবে। তারা কে এম মাহবুবার রহমান হারেজের এ জনকল্যাণমূলক পদক্ষেপকে আন্তরিক কৃতজ্ঞতা ও সাধুবাদ জানিয়েছেন।