৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ| ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ| ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি| সকাল ১০:৩০| গ্রীষ্মকাল|

পূর্বধলা উপজেলা পরিষদ ৬ষ্ঠ নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

মোঃ আমিনুল ইসলাম মন্ডল স্টাফ রিপোর্টার
  • Update Time : বৃহস্পতিবার, মে ২, ২০২৪,
  • 11 Time View

মোঃ আমিনুল ইসলাম মন্ডল
স্টাফ রিপোর্টার
আগামী ২১ মে ২য় ধাপে নেত্রকোনার পূর্বধলা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বৃহস্পতিবার (০২ মে) সকাল ১০টায় উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. গোলাম মোস্তফা প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। প্রতীক পেয়েই পুরোদমে নির্বাচনে চেয়ারম্যান পদে ৪, ভাইস চেয়ারম্যান পদে ১১ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ জনসহ মোট ২১জন প্রার্থী নির্বাচনী মাঠে লড়াইয়ে নামবেন।
এবারের উম্মুক্ত উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সুজন (ঘোড়া), উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মাসুদ আলম টিপু (আনারস), জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য এ.টি.এম ফয়জুর সিরাজ জুয়েল (মটর সাইকেল) ও আসাদুজ্জামান নয়ন (দোয়াত কলম) প্রতীক পেয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার (গ্যাস সিলিন্ডার), উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুকান্ত রঞ্জন সরকার (চশমা), জেলা পরিষদের সাবেক সদস্য মো. শহিদুল ইসলাম শহিদ (টিয়া পাখি), সাবেক ছাত্র নেতা মো. হারুন অর রশীদ (টিউবওয়েল) ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আকাইদুল ইসলাম (উড়োজাহাজ), উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. শহিদুল ইসলাম শহিদ (তালা), হাফেজ আব্দুল্লাহ আল আলী (বই), জেলা ছাত্রলীগের সহসভাপতি ফরহাদ হাসান শরাফ (পালকি), ঘাগড়া ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাদ মিয়া (মাইক), উপজেলা যুবলীগ নেতা মো. রফিকুল ইসলাম (আইসক্রীম) ও শফিউল ইসলাম (বৈদ্যুতিক বাল্ব)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বতর্মান মহিলা ভাইস চেয়ারম্যান শারমীন সুলতানা সুমি আকন্দ (সেলাই মেশিন), জাতীয় মহিলা সংস্থার সাবেক চেয়ারম্যান মনি রানী কর্মকার (হাঁস), নমিতা রানী পাল (প্রজাপতি), মুক্তিযোদ্ধার সন্তান মোছা. সাফিয়া খাতুন (কলস), শারমীন আক্তার (পদ্ম ফুল) ও রোজিনা আক্তার (ফুটবল) প্রতীক পেয়েছেন।

উপজেলা নির্বাচন অফিসার মো. নাজমুল ইসলাম জানান, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী এ উপজেলায় মনোনয়ন জমা দেয়ার শেষ দিন ছিল ২১ এপ্রিল, মনোনোনয়ন বাছাই হয়েছে ২৩ এপ্রিল, আপিল ২৪-২৬ এপ্রিল, আপীল নিষ্পত্তি-২৭-২৯ এপ্রিল, মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল। আজ ২ মে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ১৯ মে পর্যন্ত নির্বাচনী প্রচার-প্রচারণা চালাতে পারবেন প্রার্থীরা এবং আগামী ২১ মে (মঙ্গলবার) সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category