৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ| ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ| ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি| রাত ৪:৪৭| গ্রীষ্মকাল|

পূর্বধলায় সর্বজনীন পেনশন স্কিম অবহিতকরণ সভা অনুষ্ঠিত

মোঃ আমিনুল ইসলাম মন্ডল স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, এপ্রিল ২৯, ২০২৪,
  • 15 Time View

মোঃ আমিনুল ইসলাম মন্ডল
স্টাফ রিপোর্টার
নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণসভা সোমবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১২টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান’র সভাপতিত্বে অবহিতকরণ সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. আলমগীর কবির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রাশেদুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন প্রমুখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাদিকুল জাহান রিদান, ইউপি চেয়ারম্যান, ব্যবসায়ী, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
অবহিতকরণ সভায় স্লাইড (তথ্য চিত্র) প্রদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান। এ সময় তিনি পেনশনের চাঁদা কিভাবে দিতে হবে, গ্রাহক কিভাবে পেনশনের টাকা পাবেন এসব বিষয় বিস্তারিতভাবে তুলে ধরে বলেন, পেনশন স্কিম চালু বর্তমান সরকারের একটি সর্বোত্তম কর্মকাণ্ড। সর্বজনীন পেনশন স্কিমে মানুষের সুরক্ষার বিষয়টি রয়েছে।
এই পেনশনের ফলে শেষ বয়সে কাউকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না, এটা তাদের শেষ অবলম্বন। এটা সরকারের একটা যুগান্তকারী পদক্ষেপ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category