নিজস্ব প্রতিবেদক:আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতৃবৃন্দ ও কর্মীসমর্থকদের কাজের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে নাগরপুর সরকারি কলেজ ছাত্রদল ও উপজেলাধীন সকল ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দদের সাথে যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৬ অক্টোবর’২৫ রোজ সোমবার সকাল ১১:০০ ঘটিকায় নাগরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলা ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেলের সভাপতিত্বে সদস্য সচিব মোঃ শহীদুর রহমান মনিরের সঞ্চালনায় উক্ত যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
যৌথ মতবিনিময় সভায় সকলের আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী দিনে ছাত্রদলের কর্মী সমর্থক বৃদ্ধি, দলীয় প্রচারণা ও দলীয় প্রার্থীর বিজয় নিশ্চিতকরণে নানামুখী পরিকল্পনা উঠে আসে, যা পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদল ও জেলা ছাত্রদলের নির্দেশনায় বাস্তবায়িত হবে।
উক্ত যৌথ মতবিনিময় সভায় নাগরপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হৃদয় হোসেন, মোস্তাকিম মিয়া, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আশরাফুল ইসলাম আসলাম সহ উপজেলা ছাত্রদল, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদল ও উপজেলাধীন ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।