মো:সৌরভ হোসেন,রাজশাহী বিভাগীয় প্রধান:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৫ (শেরপুর–ধুনট) আসনে নতুন সাড়া ফেলেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবার রহমান হারেজ। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) স্থানীয় এক সভায় তিনি ঘোষণা দেন—দলীয় মনোনয়ন পেয়ে জনগণের ভোটে নির্বাচিত হলে কখনও দুর্নীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত করবেন না এবং ব্যক্তিগত স্বার্থে সম্পদ আহরণে লিপ্ত হবেন না।
হারেজ বলেন,“শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। তার উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় অংশ নিয়েছি। আজ আপনাদের সামনে প্রতিজ্ঞা করছি— আমি মাটি ও মানুষের রাজনীতি করি। আপনাদের নিয়েই থাকতে চাই, আপনাদের নিয়েই বাঁচতে চাই।”
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তিনি জনগণের পাশে থেকে দুর্নীতিমুক্ত, সেবামুখী ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠায় কাজ চালিয়ে যাবেন।
তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, “ভুলে যাবেন না—আমাদের সবচেয়ে বড় শক্তি হলো ঐক্য। বিভক্তি আমাদের দুর্বল করে, আর ঐক্য আমাদের বিজয় এনে দেয়।”
স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণের বিশ্বাস, মাহবুবার রহমান হারেজের এ অঙ্গীকার বাস্তবে পরিণত হলে বগুড়া-৫ আসনে দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ রাজনীতির নতুন অধ্যায় সূচনা হবে।
শেষে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন এবং তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন।