নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বিএনপিকে একটি শক্তিশালী ও সুসংগঠিত রাজনৈতিক সংগঠন হিসেবে গড়ে তুলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে উক্ত আসনে বিএনপির মনোনীত প্রার্থীর বিজয় নিশ্চিতকরণে টাঙ্গাইলের নাগরপুরে দপ্তিয়র ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বিপুলসংখ্যক নেতা কর্মী উপস্থিতিতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানর কর্তৃক ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও মতবিনিময় করেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী পরিবার থেকে বেড়ে ওঠা ক্লিন ইমেজ খ্যাত মেধাবী নেতৃত্ব, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহ-সভাপতি, শহীদ শামসুজ্জোহা হল ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসনে বিএনপি হতে মনোনয়ন প্রত্যাশী, নাগরপুর দেলদুয়ারের গণমানুষের নেতা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জননেতা মোঃ আতিকুর রহমান আতিক।
আজ ১৬ আগস্ট’২৫ বিকেল ৩:০০ ঘটিকায় দপ্তিয়রের বিভিন্ন হাট ও বাজারে উক্ত লিফলেট বিতরণ শেষে দপ্তিয়র নজির আলী উচ্চ বিদ্যালয় স্থানীয় ভোটারদের নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
উক্ত লিফলেট বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠানে দপ্তিয়র ইউনিয়ন বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ বাবুল আক্তারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাগরপুর উপজেলা শাখার অন্যতম সহ-সভাপতি ও দপ্তিয়র ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত সফল চেয়ারম্যান এম ফিরোজ সিদ্দিকী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, নাগরপুর উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জিহাদ হোসেন ডিপটি, নাগরপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শহিদুর রহমান মনির, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ আশরাফুল ইসলাম আসলাম, দপ্তিয়র ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মহসিন রেজা, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাসনাত হালিম, দপ্তিয়র ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ভাদ্রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান হাবিব, নাগরপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোঃ রাসেল রানা, দপ্তিয়র ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল আলিম, সদস্য সচিব রবিউল ইসলাম নবী, দপ্তিয়র ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলী হাসান, দপ্তিয়র ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শামীম হোসেন প্রমূখ।
এছাড়াও স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষকদল সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্ত উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় জননেতা মোঃ আতিকুর রহমান আতিক বলেন – আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আপনারা জানেন দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে এবং বিএনপি যাতে রাষ্ট্রীয় ক্ষমতায় না আসতে পারে সেজন্য বিএনপিকে নিয়েও নানা ষড়যন্ত্র চলছে।
তাই আমি পরিষ্কারভাবে বলবো আমাদের যারা বিএনপির কর্মী আছেন যারা জিয়ার সৈনিক আছেন সব ভেদাভেদ ভুলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সারা বাংলাদেশের মাঠে-ময়দানে, পথে-ঘাটে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে হবে যাতে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে পারি।
আপনারা জানেন বিএনপি একটি বড় দল। এই দল থেকে অনেকেই মনোনয়ন চাইতে পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, দিন শেষে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিএনপির নীতিনির্ধারকরা যাকে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিবেন তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে এই নাগরপুর দেলদুয়ারে ধানের শীষের বিজয় নিশ্চিত করে এই আসনটিকে উপহার দিব, ইনশাআল্লাহ্।