নেত্রকোনার কেন্দুয়ায় সিএনজি চাপায় পথচারী নূরবানু (৬৫) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রবিবার (৩ অক্টোবর) দুপুরে কেন্দুয়া-নেত্রকোনা সড়কের সেনের বাজার মোড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত নূরবানু কেন্দুয়া পৌরসভার টেঙ্গুরী হরিয়ামালা গ্রামের মৃত আব্দুল গফুরের স্ত্রী।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহনেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, রোববার বেলা ১টার দিকে বাড়ির কাছে কেন্দুয়া – নেত্রকোনা সড়কের সেনের বাজার মোড় নামক স্থানের দোকান থেকে বাজার নিয়ে বাড়ি যাচ্ছিলেন বৃদ্ধা।
এসময় নেত্রকোনা থেকে ছেড়ে আসা কেন্দুয়াগামী একটি যাত্রীবাহী সিএনজি তাকে চাপা দেয়। এতে মারাত্মকভাবে আহত হন তিনি।
পরে স্থানীয়রা তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নূরবানুকে মৃত ঘোষনা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজিটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।