সংঘাত পরিহার করে ঐক্যের বাংলাদেশ গড়ি সহিংসতা বন্ধ করে সম্প্রীতির বাংলাদেশ গড়ি। এই স্লোগানকে সামনে রেখে লাকসাম বাইপাস সড়কের পাশে আজ শনিবার সকালে আন্তর্জাতিক অহিংস দিবসের মানববন্ধন ও শান্তি পদযাএ। অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ফর ইলেক্টোরাল সিস্টেমস এর সার্বিক সহযোগিতায় পিএফজি ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর যৌথ উদ্যোগে উক্ত মানববন্ধন ও শান্তি পদযাএ। অনুষ্ঠিত হয়। হাফেজ মাওলানা ইব্রাহিমের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিএফজি এর পিস এম্বাসেডর এ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা। নিমাই সাহার পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ বারী মজুমদার সুজন সভাপতি কাজী খোরশেদ আলম সুজন নির্বাহী সদস্য মনির আহমদ দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী নাছির উদ্দিন সাংবাদিক জাফর আহমদ ও সাংবাদিক টিপু সুলতান অনুসন্ধানী প্রতিবেদক মানবাধিকার পরিদর্শক সহ বিভিন্ন পেশাজীবী বিশিষ্ট ব্যক্তিবর্গ উক্ত মানববন্ধন ও শান্তি পদযাএ।য় লাকসামের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও মুক্তিযুদ্ধা সমাজকর্মী সাংবাদিক শিক্ষক ছাত্র ছাত্রীসহ সকল শ্রেনী পেশার মানুষ অংশগ্রহণ করেছে।