শাজাহানপুর থানাধীন একটি প্রতারক চক্র নকল স্বর্ণের বার দ্বারা বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকার নিরীহ মানুষদের প্রতারিত করে আসছে। প্রতারক চক্রটি রিক্সাচালক সেজে নিরীহ যাত্রীদের সাথে প্রতারণা করে। তারা যাত্রীদেরকে নকল স্বর্ণের বার/কানের দুল একটি চিরকুটে পেচানো অবস্থায় দিয়ে বলে যে, তারা এটা কুড়িয়ে পেয়েছে। পরবর্তীতে প্রতারক চক্রটি কলাকৌশলে যাত্রীদেরকে এটা আসল স্বর্ণ বলে বিশ্বাস করায় এবং অল্প টাকার বিনিময়ে তা কিনে নিতে বলে। এ ভাবে বগুড়াসহ দেশের অনেক মানুষের পকেট কেটেছে এই প্রতারক চক্র। এই ঘটনাটি র্যাব-১২, বগুড়া ক্যাম্পের গোয়েন্দা দলের নজরে আসে এবং নকল স্বর্ণের বার তৈরী প্রতারক চক্রকে আটক করার জন্য গোয়েন্দা তৎপরতা চালায়। এক পর্যায়ে র্যাব ক্যাম্পের একটি আভিযানিক দল ২৯ সেপ্টেম্বর ২০২১ তারিখ রাত ৯ ঘটিকায় বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানীস্থ মেসার্স হক এন্ড কোং পেট্রোল পাম্প এর সামনে পাকা রাস্তার উপর হতে প্রতারক চক্রের দুই সদস্য ১। মোঃ জয়নাল মন্ডল (৪০), পিতা-মৃত হোসেন আলী মন্ডল, সাং ঃ গন্ডগ্রাম উত্তরপাড়া, ২। মোঃ শুভ সরকার (২০), পিতা-মোঃ ইসলাম সরকার, মাতা-মোছাঃ শাহানাজ বেগম, সাং- গন্ডগ্রাম উত্তরপাড়া, উভয় থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াদ্বয়কে সর্বমোট ০৫ টি নকল স্বর্ণের বার, ০২ টি নকল স্বর্ণের কানবালা, ০১ টি বাইশ ক্যারেট সীল, ০১ টি ক্যামিকাল বার, ০১ টি বার কাটার হ্যাকসো, ০৬ টি শ্রী জুয়েলার্স এর প্যাড, ০১ টি মোবাইল এবং ০১ টি সীমসহ গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীদ্বয় দীর্ঘদিন যাবত নকল স্বর্ণের বার তৈরী করে এবং প্রতারণার মাধ্যমে এই বার জনসাধারণকে অপপ্রচার করে বিক্রয় করে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ হয়েছে। এ বিষয়ে র্যাব-১২ বগুড়া ক্যাম্পের স্কোয়াড্রন লিডার কোম্পানি কমান্ডার মোঃ সোহারাব হোসেন জানান র্যাবের এ ধরনের আসামী গ্রেফতার অভিযান কার্যক্রম চলমান থাকবে এবং ভবিষ্যতে আরো জোরদার করা হবে।