মো: সৌরভ হোসেন, রাজশাহী বিভাগীয় প্রধান:
ধুনটবাসীর প্রিয় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল রংপুর জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদোন্নতি লাভ করেছেন। পদোন্নতির এই আনন্দঘন মুহূর্তে ধুনটবাসীর পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।
জনপ্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে ইউএনও হিমেল রিছিল শুধু প্রশাসনিক কাজেই সীমাবদ্ধ ছিলেন না, বরং তিনি ছিলেন একজন জনদরদি কর্মকর্তা, শিক্ষানুরাগী ও ক্রীড়ামোদী অভিভাবক। তাঁর কর্মদক্ষতা, আন্তরিকতা ও মানবিক আচরণ ধুনটের প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে তাঁর অবদান ধুনটবাসীর হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অন্যদিকে, ধুনট উপজেলায় নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন জনাবা প্রীতিলতা বর্মন। নবাগত এই প্রশাসকের আগমনকে ঘিরে ধুনটবাসীর মধ্যে সৃষ্টি হয়েছে নতুন আশার সঞ্চার।
চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল করিম পুটু নবাগত ইউএনও প্রীতিলতা বর্মনকে উষ্ণ স্বাগত ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, জনাবা প্রীতিলতা বর্মনের আগমন ধুনটবাসীর জন্য নতুন সম্ভাবনার সূচনা করবে। আমরা তাঁর নেতৃত্বে ধুনটকে আরও এগিয়ে নিতে আশাবাদী।অন্যদিকে, প্রাক্তন ইউএনও খৃষ্টফার হিমেল রিছিলের প্রতি তিনি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,তিনি ধুনটের উন্নয়ন, শিক্ষা ও ক্রীড়াঙ্গনে যে অবদান রেখে গেছেন, তা ধুনটবাসী কখনো ভুলবে না।