২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ| ১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ২০শে রবিউস সানি, ১৪৪৭ হিজরি| সকাল ৮:২১| শরৎকাল|
Title :
ধর্মীয় শিক্ষার সহায়তায় মানবিক ভূমিকা রাখছে নাগরপুর স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন নাগরপুরে যুব জামায়াতের উদ্যোগে ডা. হামিদের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ নাগরপুরের ভাদ্রা ও দপ্তিয়রে ব্যাপক গণসংযোগ শেষে বিভিন্ন কর্মীসভায় জননেতা মোঃ আতিকুর রহমান আতিক ধুনট প্রশাসনে রদবদল: খৃষ্টফার হিমেল রিছিলের পদোন্নতি, দায়িত্ব নিলেন প্রীতিলতা বর্মন যমুনা নদীর ভাঙনে তারেক রহমানের হাতে লাগানো ঐতিহাসিক বটগাছ বিলীন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে- হারেজ ধানের শীষে ভোট চেয়ে ধুনটে প্রচারনায় কেন্দ্রীয় নেতা কে এম মাহবুবার রহমান হারেজ লিডার যাকে নমিনেশন দিবেন আমরা তারই কাজ করব- জননেতা মোঃ মাইনুল আলম খান কনক প্রকৃতির সঙ্গে সহাবস্থান: জীবনের দৃষ্টান্ত জেলেদের অনন্য অধ্যবসায় গাবতলীতে অসুস্থ বিএনপি নেতা টুকুকে দেখতে সাবেক এমপি লালু টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা ছাত্রদলের উদ্যোগে কলেজ ছাত্রদল ও ইউনিয়ন ছাত্রদলের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত

যমুনা নদীর ভাঙনে তারেক রহমানের হাতে লাগানো ঐতিহাসিক বটগাছ বিলীন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে- হারেজ

মো: সৌরভ হোসেন, রাজশাহী বিভাগীয় প্রধান:
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ৯, ২০২৫,
  • 16 Time View

মো: সৌরভ হোসেন, রাজশাহী বিভাগীয় প্রধান:

‎বগুড়ার ধুনট উপজেলার ভাণ্ডারবাড়ি ইউনিয়নের শহরাবাড়ী ঘাট এলাকায় যমুনা নদীর তীব্র ভাঙনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, দোকানপাট ও আবাদি জমি। এবার এই ভাঙনের শিকার হয়েছে এক ঐতিহাসিক নিদর্শন – বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রোপণ করা বটগাছটি।

‎বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ভাঙনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী, বিএনপি কেন্দীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা কে মাহবুবার রহমান হারেজ।
‎পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। এসময় হারেজ বলেন বিগত ফ্যাসিট হাসিনা সরকারের আমলে ১৭ বছরে উন্নয়নের নামে লুটপাটের কারণে বাধ রক্ষায় কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি যার ফলে এই দুর্ঘটনায়।

‎স্থানীয়দের অভিযোগ গত কয়েকদিনে শহরাবাড়ী ঘাট এলাকা থেকে বহু পরিবার বাধ্য হয়ে তাদের ঘরবাড়ি সরিয়ে নিচ্ছে। ইতোমধ্যে অনেকের বসতভিটা নদীগর্ভে হারিয়ে গেছে। পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আশ্রয়ের খোঁজে দিশেহারা মানুষ ছুটছেন এদিক-সেদিক।

‎একজন স্থানীয় বাসিন্দা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমাদের চোখের সামনে সবকিছু হারিয়ে যাচ্ছে। আমরা কিছুই করতে পারছি না। আল্লাহ আমাদের সহায় হোন।”

‎নদীভাঙনের এই ভয়াবহ পরিস্থিতিতে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপে স্থানীয় জনগণের সমস্যা সমাধানের আশ্বস্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category