বগুড়ার আদমদীঘিতে ভাই ভাই ট্রেডার্স নামে একটি দোকানের সাটারের তালা ভেঙ্গে প্রায় দেড় লক্ষ টাকার মালামাল চুরির ঘটনা ঘটছে। শনিবার গভীর রাতে উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা বাজার এলাকায় এ চুুরির ঘটনাটি ঘটে। রবিবারে সকালে এ ঘটনায় দোকানের স্বত্বাধিকারী সজল হোসেন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। স্বত্বাধিকারী সজল হোসেন সাংবাদিকদের বলেন, সারাদিন ব্যবসা করে প্রতিদিনের ন্যায় দোকান রাত সাড়ে ১০ টায় বন্ধ করে বাড়িতে যাই। কিন্তু গত শনিবার রাত ৪ টায় হঠাৎ প্রতিবেশি বড় ভাই রঞ্জু ফোন দিয়ে বলে দোকানের সাটার খোলা আছে। এমন খবর পেয়ে সঙ্গে সঙ্গে এসে দেখি আমার দোকানের সাটারের তালা ভাঙ্গা। এরপর ভিতরে প্রবেশ করে দেখি দোকানে থাকা কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন প্রকার ঔষধপত্র ও মোবাইলে ব্যবহৃত মিনিট কার্ড, এমবি কার্ড, মেমোরি কার্ড, টাকার কার্ড কে বা কারা চুরি করে নিয়ে গেছে। যার অনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। পরে বিভিন্ন জায়গায় খোঁজ করে না পেয়ে আদমদীঘি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। এ বিষয়ে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দীন সাংবাদিকদের বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।