গত ০৯/১০/২০২১ খ্রি রাত্রি অনুমান ২১ঃ৩০ ঘটিকার সময় পৌর এলাকার দিউ মোড়( বালিয়া মোড়) হতে অজ্ঞাত নামা ৩ জন যাত্রী বালিয়া যাওয়ার কথা বলে একটি অটো ভাড়া নেয। পরবর্তীতে অনুমান ২১ঃ৪৫ ঘটিকার সময রুপসি বাজারের অনুমান ২০০/৩০০ গজ পশ্চিম পার্শে ফাকা জায়গায় অন্ধকারের মধ্যে পৌছানোর সাথে সাথে আরেক মোটর সাইকেল যোগে আরো ২ জন
অটো রিক্সার সামনে ব্যারিকেড দিয়ে অটো চালক মোঃ রিয়াদ হোসেন (২৫) পিতা – মোঃ আব্দুর রশিদ সাং রুপসি থানা ফুলপুর জেলা ময়মনসিংহ এর নিকট থেকে অটো নেওয়ার চেস্টা করলে ধস্তাধস্তির এক পর্যায়ে ও পিঠের নিচের অংশে ধারালো ছুরি দিয়ে গুরুতর আঘাত করে অটো টি ছিনতাই করে নিয়ে যায়। অটোর পিছনে রিয়াদ পরিবহন লেখা আছে। রাত অনুমান ২৩ঃ৩০ ঘটিকায় সংবাদ পাওয়ার সাথে সাথে ফুলপুর থানার পেট্রোল পার্টি ও বিভিন্ন অফিসারদের মোটর সাইকেল যোগে বিভিন্ন এলাকায় খুজাখুজি শুরু করেন । বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ বাজার গুলোতে চৌকিদার ও নাইট গার্ড সহ বিভিন্ন কমিউনিটি পুলিশিং সদস্যদেরকে বাজার গুলোতে নজরদারি করতে করতে বলেন ইনচার্জ আব্দুল আল মামুন । অদ্য রাত অনুমান ০১ঃ২৫ ঘটিকায় রহিম গন্জ ইউনিয়নের চৌকিদার শুকলাল ও স্থানীয় ইউপি সদস্য রিপন মিয়া সন্দেহজনক ভাবে অটো আটকিয়ে জিজ্ঞাসাবাদ করতেই অটোর পিছনে পিছনে থাকা মোটরসাইকেল যাত্রী দুইজন দৌড়দিযে পালিয়ে যায়। অটোতে থাকা তিনজনকে আটক করতে সমর্থ হন। গুরুতর আহত অটোচালক রিয়াদ মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফারড করা হয়েছে। ধৃত তিনজন কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নাম ১। তরিকুজ্জামান(২৪) পিতা জবেদ আলী সাং টাগরা ঘাট,থানা ঃ বাগেরহাট সদর,বাগেরহাট,বর্তমান মাওনা চৌরাস্তা,২। বাবু মিয়া (২০) পিতা- আলী হোসেন সাং- ঢাকিয়া কান্দা ৩। মোঃ রাসেল (৩০) পিতা মৃত নুরুল হক সাং মাটিচাপুর উভয় থানা ফুলপুর জেলা ময়মনসিংহ বলিয়া স্বীকার করে। উক্ত ছিনতাই এর ঘটনায় আসামীদের ব্যবহৃত মোটেসাইকেল, ও রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।আসামীরা থানা হেফাজতে আছে। মামলা রুজু প্রক্রিয়াধীন।
সন্মানিত অটো চলক বৃন্দদের আরো সাবধানতা অবলম্বন করে অটো চালনা করার অনুরোধ করছি। গভীর রাত পর্যন্ত অটো চালনা হতে বিরত থাকুন।
সচেতন হোন,নিরাপদ থাকুন।
ধন্যবাদ জানাচ্ছি গ্রাম পুলিশ শুকলাল,এবং কমিউনিটি পুলিশিং সদস্য জনাব রিপন মেম্বার কে।
বিনীত
মোঃ আব্দুল্লাহ আল মামুন
অফিসার ইনচার্জ
ফুলপুর থানা, ময়মনসিংহ।
১০/১০/২০২১ খ্রিঃ।