গাইবান্ধা জেলার সাঘাটা থানা পুলিশের অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ি ও গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামীসহ ২ জন কে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুহাম্মাদ তৌহিদুল ইসলামের নির্দেশনা মোতাবেক গাইবান্ধা জেলার সাঘাটা থানাকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মতিউর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ) গোলাম মোস্তাফা, এএসআই(নিঃ) মোঃ আসলাম হোসেন, কং/৭০৫ মোঃ জিয়াউর রহমান,ক/২৩৮ মোঃ সালেক মিয়াসহ একটি টিম ২৬ সেপ্টেম্বর রাত্রী সাড়ে ৯ ঘটিকার সময় মাদকদ্রব্য অভিযান পরিচালনা করিয়া কচুয়াহাট এলাকা হইতে আসামী ১।মোঃ শাফিরুল ইসলাম, পিতা-মোঃ মজিবর রহমান, সাং-খামার ধনারুহা, থানা-সাঘাটা,জেলা-গাইবান্ধার
দেহ তল্লাশী করিয়া ৯৫ (পঁচানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক গ্রেফতার করা হয়। পরে সাঘাটা থানার মামলা নং-১৯, তারিখ-২৭/০৯/২১, ধারা-৩৬(১) এর ১০(ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ রুজু করা হয় এবং সিআর মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি দুলু মিয়াকে গ্রেফতার করা হয়।
এবিষয়টি নিশ্চিত করেন থানা অফিসার ইনচার্জ মতিউর রহমান।