ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলার পূর্ব পাটিখালঘাটা গ্রামে ৪নং ওয়ার্ডে দুর্বৃত্তদের হাতে খুন হলো ইউপি সদস্যের মা হাসিনা বেগম (৫০) এবং আহত বাবা জালাল জমাদ্দার (৫২) বৃহস্পতিবার (৭ অক্টোবর ২০২১) দিবাগত রাত আনুমানিক (২.৩০ মিনিট) কাঠালিয়া উপজেলার পাটিখালঘাটা ইউনিয়নের পূর্ব পাটিখালঘাটা গ্রামের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ রিপন জমাদ্দারের বাবার বাড়িতে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা সিধ কেটে ইউপি সদস্য রিপনের বাবার ঘরে প্রবেশ করে তার ঘুমান্ত মা হাসিনা বেগম ও পিতা জালাল জমাদ্দারকে রামদা দিয়ে এ্যলোপাথারী ভাবে কুপিয়ে গুরতর আহত করে। দুর্বৃত্তদের হামলায় ইউপি সদস্যর মা হাসিনা বেগমের বাম হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিতা জালাল জমাদ্দারকে গুরতর আহত অবস্থায় প্রথমে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা সংকটাপন্ন হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। স্থানীয় লোকজন জানান, রিপনের প্রতিপক্ষরা রিপনকে হত্যার উদ্দেশ্যে সিধ কেটে ঘরে ঢোকে। কিন্তু রিপন রাতে অন্য বাড়ীতে থাকায় সন্ত্রাসীরা তাকে না পেয়ে তার মাকে হত্যা করে এবং তার বাবাকে কুপিয়ে গুরতর আহত করে। আজ ০৮ অক্টোবর শুক্রবার সকালে কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায়সহ পুলিশের একটি দল ঘটনাস্থল পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে থানায় নিয়ে আসেন। কাঠালিয়া-রাজাপুর সার্কেল অফিসার মোঃ মাসুদ রানা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয় কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় জানান, আমরা ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নিয়ে এসেছি। এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি, তবে প্রস্তুতি চলছে। কাঠালিয়া-রাজাপুর সার্কেল অফিসার মোঃ মাসুদ রানা জানান আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি! লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য থানায় নেয়া হয়েছে, এখন পর্যন্ত কোন মামলা দায়ের করা হয়নি, রিপনের অবস্থা স্বাভাবিক হলে মামলা দায়ের করা হবে।