বানী স্বদেশ কন্ঠ প্রতিদিন এর পক্ষ থেকে
সময়ের মতোই যায়।
আমরা সময়কে কীভাবে ব্যবহার করছি
তার ওপর নির্ভর করে আমাদের সফলতা-ব্যর্থতা,ভালো-মন্দ।
নিজে অহেতুক সময় নষ্ট করে
জীবনের ব্যর্থতার কারণ হিসেবে
সময়কে দোষারোপ নিতান্তই বোকামী
এবং অকর্মণ্যদের কাজ।
এই বছর আপনার কিছু হয়নি বলে আপনি এই বছরকে গালমন্দ করছেন বা খারাপ বলছেন অথচ ঠিক এই একই বছরে আপনার আশেপাশের অনেকই অনেক কিছু অর্জন করেছে, সফলতা পেয়েছে।
এমনকি আপনার বন্ধুদের অনেকেই আবার আপনাকে পেছনে ফেলে অনেক দূর এগিয়েও গেছে।
সময় খারাপ গেলে সবাই-ই পিছিয়ে পড়তো
শুধু আপনি একা নন!
কিন্তু আপনার একা পিছিয়ে পড়াটা সময়ের দোষে নয় বরং আপনার দোষে কেননা আপনি সময়কে কাজে লাগাতে পারেন নি।
যাইহোক পিছনে যেই ভুল করেছেন সেই ভুল যেনো আগামীতে আর না হয় সেই প্রত্যয় নিয়ে
নতুন বছর শুরু করুন।
শুধুমাত্র অন্যের সফলতার গল্প না শুনে
নিজেরও একটি সফলতার গল্প তৈরি করুন।
তাই আমার সকল সাংবাদিক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং
ভাল থাকুন,সুস্থ থাকুন।
শুভেচ্ছান্তে।
স্বদেশ কন্ঠ প্রতিদিন
সম্পাদক ও প্রকাশক
মোঃ শফিউল ইসলাম শফিক
Happy New Year 2022