আজ মন্ত্রিসভার এক আলোচনা সভায় ডিটেইল্ড এরিয়া প্ল্যান-ড্যাপ চূড়ান্ত হয়। সভায় মাননীয় এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম এমপি মহোদয় এক বক্তব্যে বলেন
মন্ত্রিপরিষদে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এখন মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের অপেক্ষায়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুমোদনের পর গেজেট প্রকাশ করা হবে।
কোনো পক্ষকে ক্ষতিগ্রস্ত করার জন্য ড্যাপ বাস্তবায়ন করা হচ্ছে না। কেউ যদি ক্ষতিগ্রস্ত হয় বা কারো প্রতি যদি অবিচার করা হয়ে থাকে তাহলে তা অবশ্যই বিবেচনায় নেয়া হবে।
এলাকাভিত্তিক জনঘনত্ব এবং বেজ ফার নির্ধারণ করা হয়েছে। কোনো এলাকাভিত্তিক ভবনের নির্দিষ্ট উচ্চতা নির্ধারণ করা হয়নি।
রাস্তা প্রশস্তকরণ এবং সকল নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির সাথে সাথে এলাকাভিত্তিক জনঘনত্ব এবং বেজ ফারের মান পুনঃনির্ধারণ করা হবে। ছয় তলার বেশি করা যাবে এই কথা সঠিক নয়। ভবনের উচ্চতা নিয়ে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই।
আজ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ডিটেইল্ড এরিয়া প্ল্যান-ড্যাপ চূড়ান্তকরণের লক্ষে সিদ্ধান্ত হলো,
এই বলে মাননীয় মন্ত্রী বক্তব্যের শেষে বলেন, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। জয় হোক মাননীয় প্রধানমন্ত্রীর আল্লাহ হাফেজ।