নিম্ন মধ্যবিত্ত পরিবারের এনামুল মন্ডল (৫০) দীর্ঘদিন থেকে ক্যান্সারে আক্রান্ত। এনামুল মন্ডল পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের শ্রীখন্ডি গ্রামের মহর উল্লা মন্ডলের ছেলে। উন্নত চিকিৎসার জন্য তার আর্থিক সাহায্যের প্রয়োজান।
এনামুল মন্ডল নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান ও তার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ধারদেনা ও গ্রামবাসীর আর্থিক সাহায্যে এতদিন কোনোভাবে চিকিৎসার খরচ মিটিয়েছেন। এখন তিনি অসহায় হয়ে পড়েছেন। আর চিকিৎসার ব্যয়ভার বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না।
এনামুল মন্ডল বর্তমানে বগুড়ার একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন আছে। ডাক্তার জানিয়েছেন, উন্নত চিকিৎসায় তিনি সুস্থ হয়ে উঠতে পারেন।
এনামুলের পরিবার তার চিকিৎসার জন্য সমাজের বিত্তশালী ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্য চেয়েছেন। আপনাদের সহযোগিতায় রোগীটি ফিরে পেতে পারেন ক্যান্সারমুক্ত একটি সুন্দর সুখের জীবন। মানবিক দিক বিবেচনা করে আপনারা আর্থিক সাহায্যের জন্য এগিয়ে আসুন তার পাশে দাঁড়ান।
দরিদ্র এনামুল মন্ডলের পরিবার চিকিৎসার জন্য দেশের বিত্তবান দানশীল ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন করেছেন।
সাহায্য পাঠানোর ঠিকানা- মোঃ এনামুল মন্ডল, পিতা- মহর উল্যা মন্ডল, গ্রাম- শ্রীখন্ডি, ডাকঘর- মেরীরহাট, উপজেলা- পলাশবাড়ী, জেলা- গাইবান্ধা। বিকাশ নং- ০১৮৬৭-৮৭৮২৩৪ (বিকাশ)।