পৃথিবীটা আজ থমকে গেছে
অচেনা এক শিকারীর কাছে
বসন্তের ফুলগুলো ঝরে পড়ছে
অস্বাভাবিক বিষাদময় বাতাসে।
সুন্দর পৃথিবীর বুকে
আজ কেন হাহাকার?
প্রশ্ন জাগে মনে বারংবার।
শত প্রশ্ন করে মন
জবাব নেই কাহারো
মুখ নেই কথা
আছে শুধু চোখ ভরা জল
আর্তনাদ আত্মচিৎকার
আছে শত প্রাণের হাহাকার।
ইমদাদ সুমন
শিক্ষার্থীঃ চরফ্যাশন সরকারি কলেজ।