মুজিব বর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের পূনর্বাসনের লক্ষ্যে ৩য় পর্যায়ে দিনাজপুরের খানসামা উপজেলায় ভূমিহীন ও গৃহহীন ১৮ টি পরিবারের জন্য পাকা বাড়ী নির্মাণ কাজের উদ্বোধন করলেন উপজেলা ইউএনও রাশিদা আক্তার।
বহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার ২নং ভেড়ভেড়ী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আরাজি জাহাঙ্গীপুর ডাঙ্গার হাট গ্রামে ২ লক্ষ চল্লিশ হাজার টাকা ব্যয়ে এই পাকা বাড়ী নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলার এসিল্যান্ড মারুফ হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,উপজেলা এলজিইডি প্রকৌশলী হারুন অর রশীদ, উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোকছেদার রহমান সহ স্থানীয় ব্যাক্তিবর্গ।