দিনাজপুরের খানসামা উপজেলার প্রায় সাড়ে তিন কোটি টাকা ব্যয়ে ৬০ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে স্থানীয় সরকার প্রকৌশলী বাস্তবায়নে জাহাঙ্গীরপুর হতে খানসামা হেলিপ্যাড ইউজেড সদর দপ্তর রাস্তায় ৩ কোটি ২৩ লাখ ৮৮ হাজার টাকা ব্যয়ে ৬০ মিটার আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ কাজের ভার্চুয়ালী উদ্বোধন করলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি।
এসময় উপস্থিত ছিলেন খানসামা উপজেলার ইউএনও রাশিদা আক্তার,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন,উপজেলার এলজিইডি প্রকৌশলী হারুন অর রশিদ,উপজেলার বীর মুক্তিযোদ্ধা মোকছেদার রহমান,উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মোকছেদার রহমান প্রমুখ।