চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি ও কুকরি-মুকরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবুল হাসেম মহাজনকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (২৯ডিসেম্বর) বেলা ১২টায় ভোলা প্রেসক্লাব মিলনায়তনে ক্লাবের সভাপতি এম হাবিবুর রহমানের সভাপতিত্বে বিচ্ছিন্ন দ্বীপ এলাকা কুকরি-মুকরীর অসহায় ও খেটে খাওয়া মানুষের জীবন মান উন্নয়নে বিশেষ অবদান রাখায় তাকে এ সংবর্ধনা দেয়া হয়। এসময় ভোলা জেলা প্রশাসক তৌফিক ইলাহী চৌধুরী প্রধান অতিথি হিসেবে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এছাড়াও ক্লাবের অন্যান্য সদস্যরা এ চেয়ারম্যানকে উত্তরীয় চাদর পড়িয়ে দেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান, প্রবীন সাংবাদিক আবু তাহের, অধ্যক্ষ ফারুকুর রহমান, চরফ্যাসন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্র, ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার প্রতিনিধি কামাল সুলতান, ভোলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ। এসময় বক্তব্য রাখেন, ক্লাবের সম্পাদক আরটিভি প্রতিনিধি অমিতাভ অপু, মাছরাঙ্গা চ্যানেলের প্রতিনিধি হাসিবুর রহমান, একাত্তর টিভি প্রতিনিধি কামরুল ইসলাম, এটিএন বাংলা প্রতিনিধি সিদ্দিকুল্লাহ ও চ্যানেল টুয়েন্টি ফোর প্রতিনিধি আদিল হোসেন তপু।