কমিটি বিলুপ্ত হয়ে নতুন কমিটি গঠনের জন্যে প্রার্থীদের জীবনবৃত্তান্ত জমা নেয়ার ২৫ মাস পেরিয়ে গেলেও কমিটির দেখা পায়নি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) শাখা ছাত্রলীগ। এদিকে শাখা ছাত্রলীগের কমিটি না থাকায় ক্যাম্পাসে রাজনৈতিক স্থবিরতা বিরাজ করছে।
কমিটির শীর্ষ পদ পেতে শাখা তোড়জোড়, দৌড়ঝাঁপ চলছে বহু আগে থেকেই। শীর্ষ পদপ্রত্যাশীরা লবিং- গ্রুপিং ও তদবীর করছেন। যে যার মতো করে নেতৃত্ব পেতে তৎপর রয়েছেন।
শাখা ছাত্রলীগের নতুন কমিটির বিষয়ে যবিপ্রবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আরিফ হোসেন রিফাত বলেন, আমাদের ইচ্ছা ছিলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শাখার কমিটি ছাত্রলীগের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীর আগেই গঠন করার। কিছু জটিলতার কারণে সেটা সম্ভব হয়নি। তবে আগামী জানুয়ারিতে প্রতিষ্ঠাবার্ষিকীর পরে কেন্দ্রীয় সভাপতি- সম্পাদককে অবগত করে সাংগঠনিক সফরের পরই কমিটি দেয়া হবে বলে আশা করছি।
সূত্র জানায়, ২০১৪ সালের ১৬ মে তৎকালীন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ ও সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সুব্রত বিশ্বাসকে সভাপতি ও এস এম শামীম হাসানকে সাধারণ সম্পাদক করে এক বছর মেয়াদী যবিপ্রবি ছাত্রলীগের ৫৪ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সেই এক বছরের কমিটি পাঁচ বছর পেরিয়ে যাওয়ার পর ২০১৯ সালের ১ নভেম্বর শুক্রবার রাতে ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কার্যক্রম নিস্ক্রিয় থাকায় ও কমিটির মেয়াদউত্তীর্ণ হওয়ায় কমিটি বিলুপ্ত করে পদপ্রার্থীদের জীবনবৃত্তান্ত ১০ নভেম্বরের মধ্যে আহ্বান করা হয়। জীবনবৃত্তান্ত জমা নেয়ার ২৫ মাস পেরিয়ে গেলেও এখনও হয়নি কমিটি হয়নি। ২০১৪ সালে যবিপ্রবি ছাত্রলীগের কমিটি হলেও এর মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃত্ব পরিবর্তন হয়েছে চারবার।