নেত্রকোণা পৌরসভার রাজুর বাজার রেলগেট এলাকায় ২৮ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেল ৫.৩০মিঃআগুন লেগে ৫ টি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।এতে আগুনে মা স্টোর,
মনির স্টোর(জলিল মিয়ার ঘর), শরিফ স্টোর,তুলি- তুষার বেডিং ও আব্দুল হাইয়ের মনোহারি দোকান পুড়ে গেছে।এতে কমপক্ষে ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।খবর পেয়ে নেত্রকোণা ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্হলে পৌঁছে আগুন নেভায়।
স্হানীয় সূত্রে জানা যায়,ধারণা হচ্ছে গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুনের সূত্রপাত হলেও নিমিষেই আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ায় আগুনটি বিশাল রুপ ধারণ করে।
নেত্রকোণা দমকল বাহিনীর ইন্সপেক্টর আতাউর রহমান জানান,আগুনে কয়েকটি দোকান পুড়ে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত ঘটেছে তার তদন্ত চলমান।