যশোরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে সামাজিক সংগঠন স্বপ্নতরীর পক্ষ থেকে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার ২৯ ডিসেম্বর শহরের খালধর রোড়ে এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা একে খয়রাত হোসেন।
অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা শরীফ খায়রুজ্জামান রয়েল, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজিম উদ্দিন ও প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিন।
সংগঠনের সভাপতি মমতাজ খাতুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওয়াদুদুর রহমান রানার সঞ্চলনায় বক্তব্য রাখেন সংগঠনের ক্রীড়া সম্পাদক নুরুল আরেফিন ও সদস্য আসাদুজ্জামান আসাদ।
এ সময় বাংলাদেশের স্বাধীনতা ও বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু এতে অংশ নেন। অংশগ্রহণকারীর সব শিশুকে কম্বল দেয়া হয়।