”স্মার্ট ফোনে আসক্তি:পড়াশুনার ক্ষতি ’’
এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২১ উপলক্ষে বদলগাছীতে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্তরে নির্বাহী অফিসার মোসাঃ আলপনা ইয়াচমিন এ মেলার উদ্বোধন করেন। তিনি এই মেলার সভাপতির দায়িত্বে ছিলেন। মেলায় উপস্থিত ছিলেন
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমামুল হক তিতু , সদর উপজেলা যুব
উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির আহমেদ, উপস্থিত ছিলেন সমাজ সেবা কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, কৃষি কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা সহ মাধ্যমিক স্কুল ও কলেজের শিক্ষকগণ । স্থানীয় মাধ্যমিক স্কুল ও কলেজ পর্যায়ের ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ তাদের বিজ্ঞানের প্রজেক্ট নিয়ে মেলায় অংশগ্রহন করেন।
আয়োজকরা জানান শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি আধুনিক এই যুগে শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক করতে এই মেলার আয়োজন। সবার জন্য এই মেলা সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত উন্মুক্ত থাকবে। শিক্ষার্থীরা যাতে বিপথে না যায় সেজন্য সরকার মেলার মাধ্যমে শিক্ষার্থীদের বিজ্ঞান চিন্তা চেতনায় উদ্বুদ্ধ হবে বিজ্ঞান মেলায়। এই মেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি যাদুঘর পৃস্টপোষকতা করেছেন বলে জানান আয়োজকরা ।
উদ্বোধনের পর শিক্ষার্থীদের প্রজেক্ট ঘুরে ঘুরে পরিদর্শন করেন উপজেলা নির্বাহি অফিসার ও অন্যান্য কর্মকর্তা হন । বিচারকের মাধ্যমে প্রজেক্টগুলোর মান যাচাই করে আগামিকাল শিক্ষার্থীদের পুরুস্কার দেওয়ার পর মেলার সমাপনী হওয়ার কথা রয়েছে।