নড়াইল সদর উপজেলার নব নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগণের শপথ গ্রহন অনুষ্ঠান হয়েছে। নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৯ ডিসেম্বর) সকালে নড়াইল জেলা শিল্পকলা একাডেমি মিলানায়তনে এ শপথ পাঠ অনুষ্ঠান হয়। এ সময় নব- নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক হাবিবুর রহমান এবং ইউপি সদস্যগণের শপথ বাক্য পাঠ করান নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার । এসময় উপস্থিত ছিলেন, পুলিশ সুপার প্রবীর কুমার রায় ( পিপিএম) বার।
নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ সুবাস চন্দ্র বোস,সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাস, নড়াইল সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ অচিন চক্রবর্তী, পৌর মেয়র আঞ্জ ুমান আরা,বীর মুক্তি যোদ্ধা এ্যাডঃ আব্দুল মতিন প্রমুখ।