মোঃ আব্দুল রাজ্জাক (মন্টু) খুলনা বিভাগীয় প্রধান ;
সাতক্ষীরা জেলার তালা উপজেলায় ২০টি হত দরিদ্র দলিত পরিবারের মাঝে প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ করেন।প্রশিক্ষণাত্রী লক্ষী দাশ বলেন করোনা কালিন সময়ে অভাব অনটনের মধ্য দিয়ে দিন কাটছিল। এমত অবস্থায় ইউ,এন,ডি,পি ও মানবাধিকার কমিশন এর আর্থিক সহযোগীতায় এবং সেচ্ছাসেবী সংস্থা স্বদেশের উদ্যোগে দর্জি প্রশিক্ষণ শেষে সেলাইমেশিন পেয়ে আমিও আমার পরিবার সুখের মুখ দেখলাম। আমি এই সেলাইমেশিন থেকে আয় করে আমার পরিবারের অভা অনাটন দূর করতে পারব।উক্ত অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহার বেগম,বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক নারায়ন মজুমদার, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, এরিয়া ম্যানেজার বাবলু বিশ্বাস (বাবু) সহ স্থানিয় গণ্যমান্য ব্যাক্তি বর্গ , উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বদেশ এনজিওর উপজেলা ম্যানেজার নুরুলআমিন বিশ্বাস।