লেখক ও সম্পাদক মোঃ সেলিম হাসানের প্রথম উপন্যাস “নীলাবতী নীলাঞ্জনা ”।বইটির প্রচ্ছদ করেছেন ফাতেমাতুন নূর এবং প্রকাশ করতেছে সময়ের সুর প্রকাশন।
বাংলার রুপমাধুরী প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য তুরে ধরা হয়েছে। রুপালী গ্রাম্য সংস্কৃতি উৎসব, ফেলে আসা অতীতের স্মৃতি ডাক-পিয়ন, ফেরিওয়ালা মনোরম পরিবেশের কথা। মানব কর্ম ফল যা বলা হয়েছে অমরত্ব। বইটিতে দায়িত্ব, প্রেম ভালোবাসা টানাপোড়েনকে উপজীব্য করেই লেখা হয়েছে, যা পাঠকদের আকৃষ্ট করবেন। প্রথম বই “নীলাবতী নীলাঞ্জনা” পাঠকদের মাঝে বেশ গ্রহণযোগ্য ও পাঠকপ্রিয় হবে বলে বেশ আশাবাদী সেলিম হাসান। বই প্রসঙ্গে তিনি বলেন, হারানো অতীত , গ্রাম্য সৌন্দর্য ও মানুষের কর্মফল, ইত্যাদি ফুটিয়ে তোলার চেষ্টা কেরেছি। যা আমাদের আগামী প্রজন্মকে বাংলার সংস্কৃতি এবং উৎসব সম্পর্কে বার্তা পৌঁছে দিবে।
এছাড়া ধর্ম ভিন্নতার কারণে পবিত্র ভালোবাসা বিষাদে ভরে যায়। বইটিতে হাসু মিয়ার মধুর চরিত্র পাঠকের তৃষ্ণা মিটাবে। আশা করি পাঠকদের ভালো লাগবে।
উল্লেখ্য, বগুড়া জেলা সোনাতলা উপজেলা বালুয়াহাট অন্তর্গত নগর পাড়া গ্রামে।
গ্রাম্য পরিবেশ ও দারিদ্র্যতার মাঝে বেড়ে উঠেএই তরুণ লেখক।পড়াশোনার পাশাপাশি সময়ের সুর প্রকাশনীর বই সম্পাদক হিসেবে কর্মরত আছেন। ২০২২ এ বই মেলায় তার সম্পাদিত পাঁচটি যৌথ কাব্য থাকবে।এবং সময়ের ২০২১ বর্ষসেরা সম্পাদক সন্মাননা তার ঝুলিতে। এ তরুণ লেখক সমাজসেবক ও একজন সংগঠকও বটে।
ইমদাদ সুমন
ভোলা জেলা প্রতিনিধি