মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডে সরকার বাড়ীতে মেম্বার পদপার্থী মোঃ রিটু প্রধান এর নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল আওয়াল সরকার।
১নং ওয়ার্ডের মেম্বার পদপার্থী মোঃ রিটু প্রধান বলেন,আমি জনগনের সেবা করতে চাই,আগামী ৫ বছর আমার এলাকায় একটি কাজ ও হয়নি আমার ওয়ার্ডের কোন উন্নতি হয়নি,তাই আমি মেম্বার পার্থী হিসেবে আপনাদের কাছে এসেছি,আমি এই ওয়ার্ড এর উন্নতি করতে চাই,আমি দুঃখি মানুষের কাছে থাকতে চাই আপনাদের প্রতিনিধি হয়ে।
এলাকার লোকজন তাদের বক্তব্যে বলেন,রিটু প্রধান হল মাটির মানুষ সে সব সময় মানুষের সুখে দুঃখে মানুষের পাশে থাকে,রিটু প্রধান মেম্বার হওয়ার আগে আমাদের যে কোন সমস্যায় এগিয়ে এসেছে,তাকে না বললেও সে আমাদের দুঃখে আমাদের পাশে এসে ধারায়,আমরা তাকে মেম্বার হিসেবে আমাদের প্রতিনিধি হিসেবে চাই,রিটু প্রধান কে সবসময় আমাদের পাশে চাই।
নির্বাচনি সভায় উপস্থিত ছিলেন,১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম প্রধান, আবুল হোসেন প্রধান,নুরুল ইসলাম সিকদার,আব্দুল খালেক বেপারী,আক্তার হোসেন সরকার,বাহাউদ্দীন টিপু, মনির হোসেন সরকার,শরীফ সরকার নজরুল সরকার,কালাম সরকার,মাসুম সরকার,জাফর প্রধান,সুরুজ প্রধান,ফারুক দেওয়ান,হযরত সরকার ও এলাকার সর্বসাধারন জনগন উপস্থিত ছিলেন।
নির্বাচনী সভা সঞ্চালনা করেন,বালুয়াকান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ নুর আলম ভুইয়া।