বগুড়া গাবতলীর ৫নং নেপালতলী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মহিদুল ইসলাম টুনু আসন্ন গাবতলী উপজেলার ইউনিয়ন পরিষদের নির্বাচন কে সামনে রেখে ২৮শে ডিসেম্বর রাত ৮ ঘটিকায় জসিম উদ্দিনের সভাপতিত্বে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
মোঃ বিপুল ইসলাম পরিচালায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন বুরুজ গ্রামের দক্ষিণ পাড়া, নদীর পূর্ব পাড়া, বুরুজ উত্তর পাড়া বুরুজ আদর্শ গ্রাম বুরুজ বালুয়াহাটা মোঃ ইন্তে,মজনু সরকার,মিনাজ উদ্দিন, আনোয়ার হোসেন মন্ডল, তারাজুল ইসলাম প্রাং,মোখলেছুর রহমান মন্ডল, ডাক্তার রবিউল ইসলাম, রঞ্জিত ইসলাম, লিচু সরকার,ছলিম উদ্দিন, জিন্না, ফিরোজুল ইসলাম, সামচুল প্রাং, রোমজান আলী,খোন এনামুল হক,মিজানুর রহমান ভেলা আব্দুল ওয়াহেদুল সোহেল মন্ডল আমিরুল ইসলাম মিন্টু সহ এলাকার হাজারো ব্যাক্তিবর্গ