বেনাপোলে এক বাড়ি থেকে সোনা চুরির ১০ দিন পার হলেও তা উদ্ধার কাজের কোন অগ্রগতি নেই বলে অভিযোগ উঠেছে। গত ১৬ ডিসেম্বর বেনাপোলের ছোটআঁচড়া গ্রামের দিপংকর বিশ্বাসের বাড়ির তালা ভেঙে অজ্ঞাত চোরেরা ৩০/৩৫ ভরি সোনা চুরি করে। সিসি ক্যামেরায় চোরচক্রকে দেখা গেলেও এখনও কোন আসামি আটক হয়নি। এমনকি থানায় মামলা পর্যন্ত রেকর্ড হয়নি।
ভুক্তভোগী দিপংকর বিশ্বাসের ভাই উজ্জল বিশ্বাসের অভিযোগ, চুরির পর গত ১৭ ডিসেম্বর বেনাপোল পোর্ট থানায় তার বড় ভাই একটি অভিযোগ দিয়েছিলেন। কিন্তু তা এখনো সেইভাবেই পড়ে আছে।
সোমবার সিএন্ডএফ ব্যবসায়ী ও আমদানিকারক উজ্জল বিশ্বাস জানান, গত ১৬ ডিসেম্বর তারা ঘরের দরজা-জানালা বন্ধ করে তালা দিয়ে যশোরে যান। সেখান থেকে আনুমানিক সন্ধ্যা সাড়ে সাতটায় বাড়ি ফিরে দেখেন ভেতর থেকে বাড়ির প্রধান গেট বন্ধ করা। তারা তালা খুলে ভেতরে প্রবেশ করতে পারছেন না। পরে প্রতিবেশীদের সহযোগিতায় বাড়ির ভেতর প্রবেশ করে দেখেন ঘরের আলমারিসহ অন্যান্য আসবাবপত্র ভাঙ্গা ও এলোমেলো। আলমারির মধ্যের গয়না নেই। সেখানে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ৩০ থেকে ৩৫ ভরি স্বর্ণালংকার ছিলো। পরদিন বেনাপোল পোর্ট থানায় তারা অজ্ঞাত আসামি করে একটি অভিযোগ দায়ের করেন। তবে সেই অভিযোগের কোন অগ্রগতি হয়নি। সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ অনুযায়ী আসামিদের আটক করলে মালামাল উদ্ধার হবে বলে তারা আশাবাদী। এ ব্যাপারে থানায় কয়েকদফায় তারা যোগাযোগ করে মামলা রুজুর কথা বললেও কোন ফলাফল হয়নি।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, মামলা হবে। কিছু আলামতের প্রয়োজন আছে। বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।