ফেনী ২আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারী ইন্তেকাল করেছেন। সোমবার ২৭ই ডিসেম্বর বিকাল ৫টায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬বছর। ১৯৪৫সালের ২৪ই আগষ্ট জন্মগ্রহন করেন তিনি। ফেনী জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এড : জয়নাল হাজারী ১৯৮৪ > ২০০৪ পর্যন্ত। ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও (ফেনী সদর ) আসন ১৯৮৬ ▪ ১৯৯১▪১৯৯৬▪সালে এমপি নির্বাচিত হন।তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন চৌদ্দগ্রাম মাটি ও মানুষের প্রান প্রিয় নেতা জনাব মুজিবুল হক মুজিব এমপি মহাদয়। চৌদ্দগ্রাম পৌরসভা মেয়র জনাব জি এম মীর হোসেন মিরু সাহেব।দৈনিক স্বদেশ কষ্ঠ প্রতিদিন।দৈনিক সংবাদ কাগজ। জাতীয় শ্রমিককল্যাণ পরিষদের সহ সভাপতি সাংবাদিক লুৎফুর রহমান।