যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রিপন হোসেন (২৮) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের বেজপড়া টিবি ক্লিনিক মোড়ে এই ঘটনা ঘটে। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত রিপন হোসেন বেজপাড়া টিবি ক্লিনিক মোড়ের শাহজাহানের ছেলে। তিনি পাদুকা ব্যবসার সাথে জড়িত।
হাসপাতালে চিকিৎসাধীন রিপন হোসেন জানান, সোমবার সন্ধ্যার দিকে তিনি টিবি ক্লিনিক মোড়ে মিন্টু কাঠ গোলার সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় একই এলাকার আলামিনসহ পাঁচ থেকে ছয়জন মিলে তার ওপর হামলা করেন। এসময় তারা তার পিঠ, রান, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে ৯টি ছুরিকাঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন
হাসপাতালের জরুরি বিভাগের ডা. এম আব্দুর রশিদ বলেন, এলোপাতাড়ি ছুরিকাঘাতে শরীরের বিভিন্নস্থানে মারাত্মক ক্ষতের সৃষ্টি হয়েছে। রক্তক্ষরণ বন্দ করা যাচ্ছে না। তার অবস্থা আশঙ্কাজনক।
কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।