কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়িয়া গ্ৰামের মন্ডল পাড়ার মোঃ রহমান মন্ডলের ছোট ছেলে মোঃ আয়নাল হোসেন । তার অসুস্থ পিতা রহমান মন্ডল কে অচেতন অবস্থায় এলাকার প্রভাবশালী কতিপয় অসাধু ব্যাক্তিদের সাহায্য রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে তার বাবা স্হাবর ও অস্হাবর সব সম্পত্তি তার লিখে নেয় আর পৈতৃক সম্পত্তি বঞ্চিত করেছে তার সকল ভাইবোনের ।আর এমন অভিযোগ করেন আয়নাল হোসেন এর বড় ভাই আবুল কালাম ও বোনেরা এবং পিতা-মাতা।
আয়নালের অসুস্থ পিতা মাতা আয়নালের বিরুদ্ধে অভিযোগ করে বলেন যে আমার ছোট ছেলে আয়নাল হুমকি দিয়ে জোর করে আমাদের স্বামী স্ত্রীর সব সম্পত্তি নিজের নামে করে এবং আমার অন্য ছেলে মেয়েদের তাদের পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। আয়নালের বড় ভাই আবুল কালাম একজন প্রতিবন্ধী ব্যক্তি তিনি যখন পৈতৃক সম্পত্তি বিষয়ে কিছু বলেন তখন তাকে মেরে ফেলতে চায় তার ছোট আয়নাল।
ভুক্তভোগী পিতা মাতা সন্তানেরা এবিষয়ে ভেড়ামারা মডেল থানায় একটি ৩১/২০২১মূলে ফৌঃ কাঃবিঃ আইনের আওতায়১৪৪/১৪৫ ধারার একটি অভিযোগ দায়ের করেন।
আর অচেতন অবস্থায় রেজিস্ট্রিকৃত জমির দলিল নং২২৭৪,২২৭৫,২২৭৬,২২৭৭,২২৭৮
তাই ভুক্তভোগীরা জানান তারা এখন বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন এবং সঠিক বিচার দাবি করেন আদালতের মাধ্যমে।