সিলেটের হবিগঞ্জে চুনারুঘাট থানায় বাস্থান ইউনিয়ন রাণীগাঁও গ্রামে সরকারি আস্রয়ন প্রকল্পের গৃহ নির্মান প্রকল্পের ঘর দেওয়া নিয়ে বিরোধ বাঁধে ভুক্ত ভুগি গ্রাম বাসি জানায় তারা এ ঘর নিতে আগ্রহী নয় তারা বলেন এখানে তারা প্রায় পঁচিশ থেকে তিরিশ বছর যাবৎ বসবাস করে আশছে।এবং এই জমি পাহারি খাস জমি হওয়ায় মালিকানা নিয়ে মামলাও চলমান আছে। এমতাবস্থায় তারা ঘর নিতে আগ্রহী নয় কারন তারা বলেন আমরা গ্রামের মানুষ আমরা সহরের মতো ছোট পরিসরে চলতে পারবোনা, তাই এই ঘর নেহাত যারা প্রাপ্য তাদের মাঝেই বন্ঠনের দাবি করেন গ্রাম বাসি,এমন পরিস্থিতিতে ইউ এন ও সাহেব সেখানে পরিস্থিতি নিয়ে কথা বলতে যায় কথা বলার এক পর্যায়ে মতের বিরোধ হলে মুক্তিযোদ্ধার সন্তান মাহফুজুর রহোমান জমি নিয়ে মামলা চলমানে কথা বলাতে তাকে সরাসরি হুমকি দিয়ে বলেন তোকে এই হবিগন্জে থাকতে দিবোনা এবং বলেন তোকে এই মুহূর্তে ভ্রাম্যমান দিয়ে জেলে ভরে দিবো, এবং বলেন দুই দিনের মধ্যেই সব ঘর ভেঙ্গে আমরা প্রকল্পের কাজ শুরু করবো এমন পরিস্থিতি গুলো সব কিছুই গোপনে ভিডিওতে ধারন করা হয় এতে সেখানকার বাসিন্দা সবাই আতঙ্কে দিন কাটাচ্ছে ইউ এন ওর এমন হুমকি এবং স্থানীয় প্রতিনিধির চাপের মুখে তারা দিশেহারা হয়ে পরেছে তাদের কয়েকজনের সাথে কথা বলে জানা যায় তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ইউ এন ওর বিচার দাবি করেন এবং যারা এই ঘর গুলো প্রকৃত দাবিদার তাদেরকেই যেনো দেওয়া হয়,তাদের এই ঘরের দরকার নেই বলে জানান।