বগুড়ার আদমদীঘিতে চোলাই মদের উপকরণসহ ছয় জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সোমবার দুপুরে মোবাইল কোর্টে হাজির করা হলে নির্বাহী মাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় তাদের দণ্ড প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন। জানা যায়, সোমবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বগুড়া ‘খ’ সার্কেলের একটি টিম সকালে থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযান কালে ছাতিয়ান গ্রামের ইসুবপুর গ্রাম চোলাই মদের উপকরণসহ ছয়জনকে আটক করা হয়। পরে তাদের মোবাইল কোর্টে হাজির করা হলে প্রত্যকের ২ দিনের জেল ও ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন,
উপজেলা ইসুবপুর গ্রামের মৃত বাবলু পাহানের ছেলে উজ্জ্বল পাহান (২৫), সুজল পাহান (৩০), মৃত রুঘু পাহানের ছেলে বিচিত্রা পাহান (৩৫), লক্ষণ পাহানের ছেলে সৌখিন পাহান (২৮), সমরা পাহান (৫০) ও আকালুর ছেলে বিশ্বনাথ পাহান (৩২)। এ বিষয়ে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার শ্রাবণী রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চোলাই মদের উপকরণ ধ্বংস করা হয়ছে।