চতুর্থ ধাপে দিনাজপুরের খানসামা উপজেলার ৬ইউ’পি নির্বাচনে ৬টির মধ্যে ৫টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বেসরকারি ভাবে বিজয়ী হয়েছে।১টিতে হয়েছে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা প্রার্থী।
গতকাল রবিবার অবাধ সুষ্ঠু ও শান্তি পূর্ণ ভোট গ্রহন শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে রিটার্নিং কর্মকর্তারা স্বাক্ষর করে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন।
এসময় উপজেলা ইউএনও রাশিদা আক্তার এর সভাপতিত্বে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন ১ ও ২ ইউ’পির দায়িত্বে উপজেলার সমাজসেবা অফিসার মাসুদ রানা, ৩ ও ৪ ইউ’পির দায়িত্বে প্রাণী সম্পদ অফিসার হুমায়ুন কবির,৫ ও ৬ ইউ’পির দায়িত্বে নির্বাচন অফিসার জিকরুল হক।
বিজয়ীরা হলেন , ১নং ইউ’পিতে স্বতন্ত্র প্রার্থী আনারস মার্কা খলিলুর রহমান ৬৫০২ ভোট পেয়ে বিজয়ী,প্রতিদ্বন্দী প্রার্থী নৌকা মার্কা মকছেদুল গণি শাহ্ ৫৩৯৮ ভোট।২নং ইউপিতে স্বতন্ত্র টেলিফোন মার্কা রিয়াজুল ইসলাম ৩৬৪৪ ভোট পেয়ে বিজয়ী,প্রতিদ্বন্দী আনারস মার্কা বিপ্লব কুমার সিংহ রায় ৩৪৩৪ ভোট। ৩নং ইউপিতে নৌকা মার্কা মোস্তফা আহমেদ শাহ ৫৪৫১ ভোট পেয়ে বিজয়ী,প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কা আবুল কালাম আজাদ ৫২০৯ ভোট।৪নং ইউপিতে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল মার্কা আবু বক্কর সিদ্দিক চৌধুরী ৬৬৫৫ ভোট পেয়ে বিজয়ী,প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী অটোরিক্সা মার্কা মোহাম্মদ আলী সরকার ৩৬৬৪ ভোট।৫নং ইউপিতে স্বতন্ত্র আনারস মার্কা রবিউল আলম তুহিন ৯৩১৬ ভোট পেয়ে বিজয়ী,প্রতিদ্বন্দী নৌকা মার্কা শফিকুল ইসলাম ৭৬২৩ ভোট। ৬নং ইউপিতে স্বতন্ত্র চশমা মার্কা সাখাওয়াত হোসেন ৭৩৩৭ ভোট পেয়ে বিজয়ী,প্রতিদ্বন্দী নৌকা মার্কা আইনুল হক শাহ ৫৫৬২ ভোট।