শেরপুর জেলা।।।।। গত ২৬ ডিসেম্বর গভীর রাতে ৩ কৃষকের ১১ টি বিদেশি জাতের গরু চুরি করে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরচক্র। প্রতিদিনের ন্যায় কৃষকরা গোয়াল ঘরে গরু গুলোকে বেঁধে ঘুমোতে যায়। সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গেলে আঃসাএারের ৩ টি, আঃজববারের ৬ টি ও হারুনের ২ টি বিদেশি জাতের গরু চুরি হয়ে গেছে বলে জানান। অনেক খোজাখুজির পর জানতে পারেন। নালিতাবাড়ী, শেরপুর সড়কপথে গরুগুলোকে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতি গ্রস্ত পরিবারদের দাবি ১১ টি বিদেশি জাতের গরুর বাজারমূল্য প্রায় ত্রিশ লক্ষ টাকা হতে পারে। গরু গুলো হারিয়ে পরিবারগুলো পথে বসতে চলেছে। এব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আাহামেদ বলেন, অভিযোগ পেয়েছি,তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য যে, চলতি মাসের প্রথম দিকে নালিতাবাড়ী কাপাসিয়া এলাকা থেকে এক কৃষকের ৬ টি বিদেশী জাতের গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধচক্র।