২৬ ডিসেম্বর ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় ১০ ইউপিতে ভোট গ্রহণ শুরু হয় ২৬ ডিসেম্বর রোজ রবিবার সকাল ৮:থেকে টানা বিকাল,৪:টা পর্যন্ত। শান্তি পূর্ণ ভাবে ভোট দিতে পেয়েছেন ভোটারা।এবং ভোটার তাদের যার যার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। এবং প্রত্তেক কেন্দ্রতে টহলে ছিলেন আইন শ্রীঙ্খলা বাহিনীর সদস্যরা ও উপজেলা প্রশাসন। কোথাও কোনো গ্যাঞ্চম হয়নি বলে খবর পাওয়া যায়।এবং তারাকান্দা উপজেলায় ১০ ইউপিতে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন যারা।
১নংইউনিয়ন তারাকান্দা খাদেমুল আলম শিশি,নৌকা।২নংইউনিয়ন বানিয়ালা, আবতাব হোসেন,নৌকা।৩নংইউনিয়ন কাকনী আঃ খালেক,ঘোড়া।৪নং
ইউনিয়ন গালাগাও আব্দুর রহমান,নৌকা।
৫নংইউনিয়ন বালিখা শামছুল আলম, নৌকা।৬নংইউনিয়ন ঢাকুয়া একরামুল হক,নৌকা।
৭নংইউনিয়ন রামপুর আজিজুর রহমান বুলে, নৌকা। ৮নং ইউনিয়ন কামারিয়া, এ কে এম আজাহারুল ইসলাম সরকার,নৌকা। ৯নংইউনিয়ন কামারগাও নাইমুর রহমান উজ্জল,চশমা।এবং ১০নংইউনিয়ন বিসকা,সাকির আহমেদ বাবুল,ঘোড়া।