বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিতকে ভারপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করায় যশোরের চৌগাছায় মিস্টি বিতরণ করেছে যুবদল, ছাত্রদল, কৃষকদল ও স্বেচ্ছাসেবকদল নেতারা।
রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরে শহরের প্রধান মাইক্রোবাস স্ট্যান্ডে মিস্টি বিতরণ করেন পৌরসভার চার নম্বর ওয়ার্ড বিএনপি নেতা ইখলাস হোসেন, যুবদল নেতা মাসুম কবির, ইলিয়াস হোসেন ও কৃষকদল নেতা শাহিনুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।
অন্যদিকে, শনিবার সন্ধ্যায় শহরের যশোর বাসস্ট্যান্ডে উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মান্নান ও উপেজলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব আবুবক্কার সিদ্দিকের নেতৃত্বে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদল নেতারা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীদের মধ্যে মিস্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেন।
অনিন্দ ইসলাম অমিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ছোট ছেলে।