যশোরের চৌগাছায় পূবালী ব্যাংক লিমিটেডের ৪৮৯তম শাখার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় শহরের লতা প্লাজার দোতলায় শাখাটির উদ্বোধন করা হয়।
শাখা ব্যবস্থাপক টিএম ফয়সাল হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ব্যাংকটির উপ-মহা ব্যবস্থাপক ও খুলনা অঞ্চল প্রধান এ এইচ এম কামরুজ্জামান।
শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা তহমিনা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর শাখার ব্যবস্থাপক শেখ মারুফুল হাসান।
অন্যান্যের মধ্যে চৌগাছা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এসএম শফিকুর রহমান, ভবন মালিক এসএম মিজানুর রহমান, ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এম আশরাফুল আবেদীন, চৌগাছা শাখার পাবলিক রিলেশন্স কর্মকর্তা আমিনুর রহমান, কর্মকর্তা শামিম রেজা প্রমুখ বক্তৃতা করেন।