বগুড়া গাবতলীর নেপালতলী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মহিদুল ইসলাম টুনু তিনি বলেন আমি ৫ বছর মেম্বার ছিলাম আমি যদি পুনারায় নির্বাচনে নির্বাচিত হতে পারি তাহলে ওয়ার্ড এর বাকী উন্নয়ন মূলক কাজ গুলো শেষ করতে চাই
তিনি যে সব কাজ গুলো করেছেন তা স্থানীয় সংবাদিক বলেন কাজ গুলো হলো বুরুজ আদর্শ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল ও শ্রেণী কক্ষ নির্মাণ করেন
বুরুজ গ্রামের কয়েটি ইটের স্লোলিং দ্বারা রাস্তা নির্মাণ করেন যেমন বুরুজ পাকা রাস্তা দুদুর বাড়ি হইতে জউরুলের বাড়ি পর্যন্ত ও কোরবানের বাড়ি থেকে আজিজার বাড়ি, বুরুজ দক্ষিণ পাড়া একাব্বর মন্ডলের বাড়ি হইতে সুখদহ নদী পর্যন্ত রাস্তা নির্মাণ করেন
বুরুজ বেশ কয়েক টি স্থানে সোলার প্যানেল স্থাপন করেন বুরুজ বাজার, বুরুজ তিন মাথা মোড়, বুরুজ নদীর পূর্বপাড়া।
টুনু টিউবেয়ল স্থাপন করেন বুরুজ জউরুলের বাড়ি সংলগ্নে ও নদীর পূর্ব পাড়া একতা ক্লাবের পাশে।
মহিদুল ইসলাম টুনু আরো বলেন আমি করোনা মহামারির সময় নিজ অর্থয়নে গরিব অসহায় মানুষের মাঝে চাল,ডাল,তেল আলুসহ নানা ধরনের খাদ্য শস্য দিয়েছি।
প্রতিবছর শীতের সময় আমার এলাকার সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদের খোজ খবর নিয়েছি এবং তাদের কে শীতের পোশাকের জন্য অর্থ দিয়েছি ও কম্বল দিয়েছি।
আমি মেম্বার হওয়ার পর থেকে প্রতিটি ঈদের সময় গরিব অসহায় মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়েছি ও তাদের মাঝে শাড়ী লুঙ্গী ঈদের খাদ্য দিয়েছি।
মহিদুল ইসলাম টুনু আমাদের কে আরো জানান বুরুজ গ্রামে পাশ দিয়ে বয়ে চলেছে সুখদহ নদী এই নদী বুরুজ গ্রাম কে দুভাগে ভাগ করে দিয়ে। নদীর পূর্ব পাশে আমাদের ফসলি আবাদ জমি আনা নেয়া করতে অনেক ভোগান্তি পোহাতে হয় তার জন্য নিজ অর্থনয়ে কাঠের ব্রীজ নির্মাণ করেন তিনি পুনারায় নির্বাচনে অংশ গ্রহন করবেন তিনি জয়ী হতে পারলে আরো যেগুলো উন্নয়ন মূলক কাজ আছে যেগুলো শেষ করবেন